কেমন আছেন আইরিন?
ঢাকাই ছবির এই প্রজন্মের অন্যতম পরিচিত নায়িকা আইরিন সুলতানা। ২০০৮ ‘প্যান্টেনা ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতার মাধ্যমে আসেন মিডিয়ায়। কাজ করেছেন র্যাম্প মডেল হিসেবে। কিন্তু র্যাম্প মডেলিং ক্যারিয়ার ছাপিয়ে এখন পুরোদস্তুর চিত্রনায়িকা তিনি। অভিনয় করছেন একের পর এক নতুন ছবিতে। এইমুহুর্তে ‘সেভ লাইফ’নামের নতুন একটি ছবিতে অভিনয় করছেন তিনি। যাতে কো আর্টিস্ট হিসেব রয়েছেন ফেরদৌস, আনিসুর রহমান মিলন ও সাদিকা পারভীন পপি।
এছাড়াও ‘আকাশ মহল’ ও পদ্মার প্রেম’ নামের দুটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। সমসাময়িক চলচ্চিত্র নিয়ে কি ভাবছেন বা আপনার ধারণা কি? জানতে চাইলে তিনি জানান, ‘আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে চলচ্চিত্র উন্নয়নে কাজ করার পাশাপাশি সম্মিলিতভাবে কাজ করি তাহলে আমাদের চলচ্চিত্র ইন্ডাষ্ট্রি অনেক উন্নয়ন সম্ভব। আমাদের চলচ্চিত্রে এখন কোথায় যেন একটা শূন্যতা রয়েছে। সেই শূন্যতা খোঁজে বের করে সেটা পূরণ করলেই চলচ্চিত্র ইন্ডাষ্ট্রি নতুন প্রাণ পাবে।
আমি গুলিস্তানে অবস্থিত ফায়ার সার্ভিসের অফিসে এখন শুটিং করছি ‘সেভ লাইভ’ ছবির। গত ১০ নভেম্বর ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছি। অথচ শুরুতে ছবিটিতে যে আমি ছিলাম তা কেউ জানতো না।
আমি যতদূর জানি গণমাধ্যমে বেশ কিছু খবর প্রকাশ হয়েছে ছবিটিতে অভিনয় করছেন ফেরদৌস, আনিসুর রহমান মিলন ও পপি কিন্তু এখন তো দেখছি আপনিও তাহলে এ লুকোচুরি কেন? এমন প্রশ্ন করলে তিনি জানান, ‘ছবিটির মহরতে আমি অংশ নিতে পারিনি। তখন আমি ‘পদ্মার প্রেম’ ছবির শুটিং করতে মানিকগঞ্জে ছিলাম মূল চরিত্র ‘পদ্মা’র নাম ভুমিকায়। এই জন্য হয়তো অনেকে জানতেন না।
ছবিটিতে আপনি ছাড়াও চলচ্চিত্রের তিন তারকা অভিনয় করছেন। আসলে মূখ্য চরিত্রে কে অভিনয় করছেন? প্রশ্ন রাখলে তরুণ এ নায়িকা জানান, ‘বলতে পারেন এ ছবিতে সবগুলো চরিত্রই মূখ্য। এতে আমি জয়া চরিত্রে অভিনয় করছি। এর আগে বিভিন্ন সিনেমায় বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছি আমি। কিন্তু ‘সেভ লাইফ’এ জয়া চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং। আমি সত্যিই এই কাজটি অনেক আগ্রহ নিয়ে করছি। ছবিটির জন্য আমাকে ফায়ার সার্ভিসের অফিসে ট্রেনিং দিতে হয়েছে।
এদিকে নিজের অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে আইরিনের। তার মধ্যে রয়েছে বুলবুল জিলানীর ‘রৌদ্র্র ছায়া’, শফিকুল ইসলাম সোহেলের ‘ভোলা’, অরণ্য পলাশের ‘গন্তব্য’, সাইফ চন্দনের ‘টার্গেট’ ও অনন্য মামুনের ‘আহারে জীবন’। পাঁচটি চলচ্চিত্রের গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আইরিন। আইরিন বলেন,‘ মুক্তি প্রতীক্ষিত পাঁচটি চলচ্চিত্রেরই কাজ পুরোপুরি শেষ। এখন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি চলচ্চিত্রগুলো মুক্তির।
No comments