লাইফে কয় জনের সঙ্গে যৌন মিলন করা উচিৎ
আপনার সারা জীবনে ঠিক কতজনের সঙ্গে যৌন মিলন করতে হবে। তা কি জানেন? সাম্প্রতিক ব্রিটিশ সমীক্ষা জানাচ্ছে, আদর্শ সংখ্যা দশজন। চোখ কপালে তোলার আগে ব্যাপারটা বিশদে জেনে নেওয়া যাক।
মোট এক হাজার মানুষের ওপর সম্প্রতি অনলাইন সমীক্ষা চালায় ব্রিটেনের বৃহত্তম ডেটিং সাইট । বেশির ভাগ ইউজার কবুল করেছেন, জীবনে অন্তত ১০ জন সঙ্গীর সঙ্গে যৌন মিলনের অভিজ্ঞতা সঞ্চয় করা দরকার। তাঁদের মতে, এর চেয়ে কম অভিজ্ঞতা থাকার মানে সেই ব্যক্তি যৌনতায় নিতান্ত আনাড়ি।
ওই ডেটিং সাইটের তরফে ক্রিশ্চিয়ান গ্র্যান্ট জানিয়েছেন, 'ইদানীং দ্রুত বদলে যাচ্ছে ডেটিংয়ের কায়দা। মনে হচ্ছে আমরা আগের চেয়ে এই ব্যাপারে এখন অনেক বেশি সহিষ্ণু ওবং অ্যাডভেঞ্চার প্রিয়। এই সমীক্ষা যদি ১০ বছর আগে করা হত, তাহলে মানুষ এমন শয্যাসঙ্গীকেই চাইতেন যাঁর যৌন অভিজ্ঞতা তুলনায় অনেক কম।'
সমীক্ষা অনুযায়ী, আধুনিক পুরুষ এমন যৌনসঙ্গীকে পছন্দ করছেন যাঁর ১০ বা তার বেশি সংখ্যক পুরুষের সঙ্গে সঙ্গমের অভিজ্ঞতা রয়েছে। আবার সংখ্যাটা ২০ এর ওপরে থাকলে সেই মহিলার প্রতি যৌন আগ্রহ হারিয়ে ফেলেন অধিকাংশ পুরুষ।
রিপোর্ট বলছে, 'প্রায় ৩৫% নারী এবং ৩০% পুরুষ জানিয়েছেন, তাঁদের সঙ্গীরা আগে যাঁদের সঙ্গে যৌন মিলন করেছেন তাঁদের মোবাইল নম্বর পেতেও আগ্রহী।'
প্রসঙ্গত এই ডেটিং ওয়েবসাইটের করা অতীত সমীক্ষায় জানা গিয়েছিল, পুরুষের চেয়ে মহিলারা যৌনতার ব্যাপারে অনেক বেশি নমনীয় এবং সহনশীল। শুধু তাই নয়, জানা গিয়েছে রোম্যান্টিক পরিস্থিতিতে পুরুষের তুলনায় মহিলাদের যৌন ইচ্ছা বেশি জেগে ওঠে।
নোত্র দাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিদ্যার সহকারী অধ্যাপিকা এলিজাবেথ অরা ম্যাকক্লিনটক জানিয়েছেন, 'পুরুয ও মহিলা, উভয়ের প্রতি যৌন আগ্রহ থাকার কারণে পুরুষের চেয়ে নারীর যৌনসঙ্গী বেছে নিতে অনেক বেশি সুবিধা হয়।'
No comments